'পিকে' ছবিতে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বিক্ষোভ চলছে ভারতে। ছবিটির প্রদর্শনী বন্ধ করতে সহিংস আন্দোলনের হুমকি দিয়েছে একাধিক ধর্মীয় সংগঠন। এ অবস্থায় আমির খান ও 'পিকে' ছবির প্রতি সমর্থন জানিয়েছেন শাহরুখ খান। ছবিটির পক্ষে নিজের অবস্থান তুলে ধরলেন বলিউডের প্রভাবশালী এই তারকা।
'পিকে' সেন্সর ছাড়পত্র পাওয়ায় আপত্তি তুলেছে কয়েকটি সংগঠন। এ বিষয়ে শাহরুখ বলেন, যে কোনো ছবি নিয়েই গুটিকয়েক মানুষ সবসময় ঝামেলা তৈরি করে। এটা খুবই সাধারণ একটা চিত্র। কিন্তু সে জন্য ছবির সেন্সর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা ঠিক হবে না। শাহরুখ আরও বলেন, সেন্সর ছাড়পত্র পাওয়ার আগে প্রতিটি ছবিকেই অনেকগুলো ধাপ পার করতে হয়। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সেন্সর বোর্ডের প্রতি সবার এটুকু আস্থা রাখা উচিত যে, বোর্ডের সদস্যরা খুব ভালো করেই জানেন তারা কী করছেন। সিদ্ধান্ত নেওয়ার সর্বোচ্চ এখতিয়ার তাদের আছে। শাহরুখ মনে করেন, সবাই যদি হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া শুরু করেন এবং সবকিছুর জন্য আদালতের দ্বারস্থ হন, তবে তা চলচ্চিত্রশিল্পের ভাবমূর্তি নষ্ট করে। এতে সেন্সর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মনে সংশয় তৈরি হয়, যা মোটেও উচিত নয়।