রুপালি পর্দা শাসন করতে ফিরে এল শাহরুখ-কাজল মেগাহিট জুটি। সোমবার মুম্বাইয়ে রিলিজ হল এসআরকে-কাজল জুটির বহু প্রতীক্ষিত ছবি 'দিলওয়ালে'র ট্রেলার। বর্ণাঢ্য অনুষ্ঠান ঘিরে শাহরুখ-ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
সোমবার বিকেলে মুম্বাইয়ে সাড়ম্বরে মুক্তি পেল রোহিত শেট্টির নতুন ছবি 'দিলওয়ালে'র ট্রেলার। অনুষ্ঠানে শাহরুখ ও কাজলের সঙ্গে উপস্থিত ছিলেন ছবির অন্য দুই মুখ্য অভিনেতা বরুণ ধাওয়ান ও কৃতী শ্যানন। বিপুল ফ্যানফেয়ারের মাঝে রিলিজ হল দিলওয়ালের ট্রেলার।
দুই দশক আগের স্মৃতিতে এখনও তোলপাড় কিং ভক্তদের মন। ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল শাহরুখ খান ও কাজল অভিনীত আদিত্য চোপড়া পরিচালিত 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'। ভারতে ১০৬ কোটি এবং বিদেশের বাজারে মোট ১৬ কোটি টাকার ব্যবসা করে সুপার-ডুপার হিট এই ছবি। ১০টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ছাড়াও সবচেয়ে জনপ্রিয় পূর্ণাঙ্গ বিনোদনমূলক ছবি হিসাবে জাতীয় পুরস্কারও জিতে নেয় ডিডিএলজে। নব্বইয়ের দশকজুড়ে সকলের মুখে মুখে ফিরেছে ছবির একের পর এক জনপ্রিয় গান।
ডিডিএলজে-র প্লটের সঙ্গে দিলওয়ালের কোনও মিল নেই, আগেই জানিয়েছেন কিং খান। এই ছবিতে রয়েছে ধুন্ধুমার অ্যাকশন আর তার সঙ্গে রোমান্সের মিশেল। কিছু দিন আগে ছবির পোস্টার রিলিজ হয়েছিল। এবার ট্রেলারে শাহরুখ-কাজলের অনবদ্য রসায়ন দেখে মাতবেন ভক্তরা, দাবি পরিচালকের। আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাবে দিলওয়ালে।
দেখুন দিলওয়ালে'র ট্রেলার:
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ