বলিউডের বাদশা বলা হয় শাহরুখ খানকে। জন্মদিনের সময় তার এক ঝলক পাওয়ার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা আবার কখনও তার অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়ে যান দর্শক। তাইতো, ৫২তম জন্মদিনেও ঝলমলে শাহরুখ খান। কিন্তু এমন কিছু বিতর্ক এখনও শাহরুখ খানকে ঘিরে রয়েছে, যা শুনলে এখনও চমকে উঠবেন অনেকেই। আমাদের আজিকের এই প্রতিবেদনে রইলো শাহরুখ খানকে ঘিরে কিছু বিতর্ক সম্পর্কে বিস্তারিত-
১। তৃতীয় সন্তান আবরামের জন্মের আগে নাকি শাহরুখ খান লিঙ্গ নির্ধারণ করিয়েছিলেন। যা নিয়ে সেই সময় বেশ জল্পনা শুরু হয়। এমনকি ভারতের মহারাষ্ট্র সরকারের তরফে সেই ঘটনার তদন্তের নির্দেশও দেওয়া হয়।
২। জঙ্গি নেতা হাফিজ সাইদ নাকি শাহরুখ খানকে আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানে। ভারতে যদি নিজেকে অসুরক্ষিত মনে হয়, শাহরুখ যেন পাকিস্তানে চলে যান, এমন মন্তব্য নাকি লস্কর-ই-তইবা প্রধান করেছিলেন বলে জানা যায়।
৩। ‘মাই নেম ইজ খান’ ছবির মুক্তি ঘিরে শাহরুখ খানের সঙ্গে শিবসেনার বিতর্ক শুরু হয়। সেই সময় ‘মাই নেম ইস খান’ সিনেমাকে মুক্তি দেওয়া হবে না বলেও দেওয়া হয় হুমকি।
৪। শাহরুখ-সালমানের সমস্যা বলিউডের বেশ চর্চিত। শোনা যায়, ২০০৮ সালে সালমানের সাবেক বান্ধবী ক্যাটরিনা কাইফের জন্মদিনে ঐশ্বরিয়া রাই বচ্চন সম্পর্কে নাকি বাজে মন্তব্য করেন বাদশা খান।
৫। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নাকি সম্পর্ক রয়েছে শাহরুখ খানের। সেই গুঞ্জন শুরু হওয়ার পরই পিগি-র থেকে দূরত্ব বজায় রাখা শুরু করেন শাহরুখ খান।
৬। প্রিয়াঙ্কা চোপড়ার জন্য নাকি এক সময় শাহরুখের সঙ্গে গৌরী খানের দূরত্ব তৈরি হয়। এমনকি, আইপিএল চলাকালীন ওই সময় কলকাতা নাইট রাইডার্স-কে সমর্থন করতেও স্টেডিয়ামে হাজির হননি গৌরী। যা নিয়ে বেশ গুঞ্জন শুরু হয় এক সময়।
৭। ফারহা খান এবং শাহরুখ খানের বন্ধুত্ব ইন্ডাস্ট্রিতে বেশ চর্চিত। কিন্তু ফারহা খানের স্বামী শিরিষ কুন্দেরকে নাকি নাকি চড় মেরেছিলেন শাহরুখ। এরপরই ফারহার সঙ্গে শাহরুখের দূরত্ব তৈরি হয়। এসআরকে'র সঙ্গে ফারহার দূরত্ব কমাতে এরপর ময়দানে নামেন ফারহার ভাই সাজিদ খান এবং তাদের বন্ধু সাজিদ নাদিয়াওয়ালা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর