ঐশ্বরিয়া রাই বচ্চন তাঁর 'মা', ভারতের অন্ধ্র প্রদেশের ২৯ বছর বয়সী যুবক সঙ্গীত কুমারের এই বিস্ফোরক দাবিতে গতকাল বুধবার ভারতের তোলপাড় সৃষ্টি হয়। এর রেশ কাটত না কাটতে এবার অভিষেক বচ্চনকে 'স্বামী' দাবি করলেন জাহুবী কাপুর নামের এক নারী। আসলে এই দাবিটা তিনি করেছিলেন ১০ বছর আগে। তবে ঐশ্বরিয়াকে 'মা' দাবির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ার পর সেই জাহুবী কাপুর নতুন করে ভাইরাল হয়েছে।
ভারতীয় গণমাধ্যমে খবর, ১০ বছর আগে জাহুবী কাপুর দাবি করেছিলেন, তিনি বচ্চন পরিবারের পুত্রবধূ এবং অভিষেক বচ্চন তার স্বামী। শুধু তাই নয়, ২০০৭ সালে অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ের দিন বচ্চনদের বাড়ির সামনে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন জাহুবী।
জাহ্নবী কাপুরের দাবি ছিল, 'দস' ছবির সেটে অভিষেক বচ্চনের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। পরবর্তীতে ঘনিষ্ঠ কিছু বন্ধুদের সাক্ষী রেখে ঘরোয়াভাবে অভিষেক তাকে বিয়ে করে। যদিও, সঙ্গীত কুমারের মতো জাহুবী কাপুরও কোনো প্রমাণই সাংবাদমাধ্যমকে দিতে পারেননি।
বিডি-প্রতিদিন/০৪ জানুয়ারি, ২০১৮/মাহবুব