২০১৮ সালের প্রথম দিনেই পুত্রসন্তানের মা হয়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। কিন্তু তিনি ও তার স্বামী হিতেশ সোনিক নাকি কন্যা সন্তান আশা করেছিলেন। সাংবাদিকদের এই খবর জানিয়েছেন সুনিধির বাবা দুস্মন্ত চৌহান।
খবর অনুয়ায়ী, দুষ্মন্ত জানান, ‘‘হিতেশ এবং সুনিধি কন্যাসন্তান চেয়েছিল। তারা নিশ্চিত ছিল যে ওদের মেয়েই হবে। শেষ মুহূর্ত পর্যন্ত ওরা সন্তানের যে নামের তালিকা ঠিক করেছিল সেখানে সবই ছিল মেয়েদের নাম। তবে আমি আর ওর মা প্রথম থেকেই ভেবেছিলাম ওদের ছেলে হবে। সেটা ওকে বললে ও বলত, আই ওয়ান্ট মাই বেবি গার্ল।’
নতুন বছরের প্রথম দিনে অর্থাৎ ১ জানুয়ারি বিকেল পাঁচটা ২০ মিনিটে মুম্বাইয়ের একটি হাসপাতালে সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন সুনিধি। আপাতত ছেলের নাম ঠিক করতে ব্যস্ত গায়িকা।
দু’বছর প্রেম করার পর ২০১২ সালে মিউজিক কম্পোজার হিতেশ সোনিককে বিয়ে করেন সুনিধি। ১৮ বছর বয়সে গায়িকা বিয়ে করেছিলেন কোরিওগ্রাফার ববি খানকেও। তবে সে দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর