বলিপাড়ায় সোনাম ও আনন্দ আহুজার প্রেমের গল্প নতুন কিছু নয়। বিভিন্ন স্থানে তাদের প্রায়ই দেখা যায়। এছাড়া পরস্পরের প্রতি ভালোলাগার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টসহ বিভিন্নভাবে প্রকাশ করেন তারা। জানা গেছে, চলতি বছরেই বিয়ের পিড়িতে বসছেন আলোচিত এই জুটি।
এ ব্যাপারে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, আগামী এপ্রিলে বিয়ের পিঁড়িতে বসছেন সোনম-আনন্দ। ভারতের যোধপুরে হবে এ বিয়ে। খুব স্বল্প পরিসরে এর আয়োজন করা হবে। মাত্র ৩০০ অতিথি এতে উপস্থিত থাকবেন। কিন্তু এ জুটি বিয়ের ব্যাপারটি গোপন করছেন। বলা হচ্ছে, এটি সোনমের কাজিন মুহিত মারওয়ার বিয়ের আয়োজন। যেটিকে সবাই তাদের বিয়ে বলে ভুল করছেন।
সূত্র: বলিউড লাইফ
বিডি প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ