সদ্যই ইতালিতে ভারতীয় ক্রীকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে বিয়ে করেছেন অভিনেত্রী আনুশকা শর্মা। হানিমুন সেরে ভারতে ফেরা মাত্রই ফের কেপটাউনে পাড়ি দেন তিনি বিরাটের সঙ্গে। তবে সেটা মিনি হানিমুনের জন্য নয়।
হাতের মেহেন্দির রঙ ওঠার আগেই স্ত্রীর ভূমিকায় বেশ পটু হয়ে উঠেছেন আনুশকা। সদ্য বিয়ের ধাক্কায় প্রায় দেউলিয়া হওয়া বিরাটের পকেটের কথা মনে রেখে ৫০% ডিস্কাউন্টে শপিং করতেও পিছপা হননি এই অভিনেত্রী। সম্প্রতি শুরু হয়েছে ভারত বনাম সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ। আর সেখানেই বিরাটকে উৎসাহ দুতে পৌঁছে গেলেন ক্রিকেটারস ওয়াইভস ক্লাবের নতুন এন্ট্রি আনুশকা।
খবর অনুযায়ী, ভুবনেশ্বর কুমারের স্ত্রী নুপূর, শিখর ধাওয়ানের স্ত্রী আয়েষা এবং রোহিত শর্মার বেটার হাফ ঋত্বিকা সজদের সঙ্গে মিলে তার ‘ওয়ান অ্যান্ড ওনলি’ বিরাটের জন্য টেস্টের প্রথম দিনে বেশ চিয়ার করেছিলেন আনুশকা। যদিও সেদিন মাঠে ব্যাট হাতে দেখা যায়নি বিরাটকে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর