বলিউডের আলোচিত ছবি 'পদ্মাবতী' অবশেষে ভারতীয় সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। শুক্রবার এ ছাড়পত্র দেয়া হয়। 'পদ্মাবত' নামে ছবিটি মুক্তি পাচ্ছে।
ছবির মুক্তি নিয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানাননি নির্মাতা সঞ্জয় লীলা বানশালি। তবে প্রযোজনা প্রতিষ্ঠান এরইমধ্যে মুক্তি দেয়ার প্রস্তুতি নেয়া শুরু করেছে বলে জানা গেছে। দুই ঘণ্টা ৪৩ মিনিটের এ ছবিতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শহীদ কাপুর।
'পদ্মাবত' ছবির সঙ্গে একই দিন মুক্তি পাবে 'প্যাড ম্যান'। আর. বালকির এ ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, রাধিকা আপতে ও সোনম কাপুর। সূত্র : মুম্বাই মিরর
বিডি প্রতিদিন/৭ জানুয়ারি, ২০১৮/ফারজানা