এক সময় বলিউডের রূপালি পর্দা কাঁপিয়েছেন তিনি। বলিউডের পরিচিত ধারা মেনে তিনিও চান তার ছেলেমেয়েরা সিনেমায় আসুক। কিন্তু জুহি চাওলার সেই ইচ্ছাকে একেবারেই আমল দিতে নারাজ তার দুই ছেলেমেয়ে। আর এখানেই তৈরি হয়েছে সমস্যা।
সম্প্রতি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জুহি জানিয়েছেন, তিনি চাইলেও তার সন্তানরা একেবারেই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে চায় না।
জুহি ও তার স্বামী জয় মেটার দুই ছেলে-মেয়ে। এই দম্পতির মেয়ের বয়স ১৭। ছেলে অর্জুনের বয়স ১৪। জুহির কথায়, ‘‘আমার সন্তানরা যদি বলিউডে যায়, তা হলে দারুণ লাগবে। তবে আমার মনে হয় না, এই মুহূর্তে ওরা কেউ বলিউড নিয়ে ভাবছে।’’
জুহি আরও জানিয়েছেন, তার মেয়ে পড়াশোনাতেই ফোকাস করতে চায়। পরিশ্রমী, মেধাবী জাহ্নবী হয়তো ভবিষ্যতে অ্যাকাডেমিক ক্যারিয়ার তৈরি করবে। অন্যদিকে জুহির ধারণা, অর্জুন হয়তো অনেক কিছুই করতে পারে। কিন্তু সে নাকি বড্ড লাজুক। মায়ের ইচ্ছে সন্তানরা আদৌ পূরণ করতে পারবে কিনা, সেটাই এখন দেখার ব্যাপার।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর