ঘটনাবহুল ২০১৭ সালের পর ২০১৮ সালে বোধহয় নতুন করে শুরু করতে চেয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাই নতুন বছরকে এই নায়িকা স্বাগত জানালেন নিজের রাজ্য হিমাচল প্রদেশের নৈস্বর্গিক শহর মানালিতে নিজেকে নতুন বিলাসবহুল বাড়ি উপহার দিয়ে।
কঙ্গনার নতুন দোতলা বাড়ির বারান্দায় দাঁড়ালেই চোখ চলে যাবে সামনে তুষারাবৃত হিমালয়ের চূড়ায়। আরেকদিকে অরণ্যঘেরা পাহাড়ি ঢাল। পাহাড়ি এলাকার আর পাঁচটা বাড়ির মতোই এই বাড়ির ছাদ এবং গাড়িবারান্দাও ঢালু। টালি দিয়ে তৈরি। খয়েরি, কালো, কালচে সবুজ আর ধূসর রঙের মিশেলে তৈরি বাড়িতে দরজা, জানলার রং সাদা।
বাড়ির পিছনে একতলায় কাঁচঘেরা জায়গাটা শীতকালে গরম কফি হাতে বন্ধুদের সঙ্গে আড্ডার জন্য। তার পাশ দিয়ে বাড়িতে ঢোকার বড় বারান্দাটিকে দেওয়াল তুলে দুভাগ করেছেন কঙ্গনা। কোনের অংশ কাঁচ দিয়ে ঘিরে তৈরি হয়েছে খাওয়ার ঘর। ভিতরে বসার ঘর, কিচেন, বেডরুম, গেস্ট রুম।
নিজেদের রাজ্যের সফল নায়িকাকে প্রতিবেশী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত মানালির বাসিন্দারা। জন্মসূত্রে হিমাচলের সুরজপুরের বাসিন্দা কঙ্গনা বরাবরই বলে এসেছেন, তিনি নিজের রাজ্যে ফিরতে চান। মানালিতে শীত কাটিয়ে খুব শীঘ্রই মুম্বাই ফিরবেন কঙ্গনা, তার আগামী ছবি মণিকর্ণিকা’র জন্য।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর