পুলিশ সপ্তাহ' ২০১৮ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান 'মিলেছি মেলবন্ধনে' আজ শুক্রবার বাংলাদেশ টেলিভিশন (বিটিভিতে) প্রচারিত হবে। রাত ১০টার ইংরেজি সংবাদের পর অনুষ্ঠানটি প্রচার হবে বলে জানা গেছে। বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ অনুষ্ঠানটি আয়োজন করেছে।
অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন মিলি বিশ্বাস (ডিআইজি বাংলাদেশ পুলিশ), নির্দেশনায় রয়েছেন আনজাম মাসুদ এবং প্রযোজনা করেছেন শাহরিয়ার মোহাম্মদ হাসান।
অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছেন ইফতেখায়রুল ইসলাম ও নাদিয়া জুই। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হবে।
বিডি প্রতিদিন/০৭ জানুয়ারি ২০১৮/আরাফাত