প্রেম করছেন দিশা-টাইগার। এই গুঞ্জন চলছিল বহুদিন আগে থেকেই। আর এবার যেন সেই গুঞ্জনকেই আরও উসকে দিলেন দিশা-টাইগার দু’জনেই। একদিকে শ্রীলঙ্কার সমুদ্র সৈকত, অন্যদিকে দিশা ও টাইগারের প্রেম। সব মিলিয়ে এই দু’জনের ছবি দেখার পরসোশ্যাল নেটওয়ার্কিং সাইটও সরগরম।
তবে শুধু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটই নয়, শ্রীলঙ্কা থেকে ঘুরে এসে দিশাকে যেন ভুলতেই পারছেন না টাইগার। আর তাই তো সম্প্রতি দিশার শরীরের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন টাইগার শ্রফ। ট্যুইটারে খোলাখুলি জানালেন, দিশার শরীরকে তিনি ভুলতেই পারছেন না।
টাইগার ট্যুইট করলেন, ‘যেদিন থেকে তোমাকে দেখেছি, জাস্ট ভুলতেই পারছি না, তোমার শরীরের অসাধারণ কার্ভস!’
নিজেকে ভেঙে চুড়ে নতুন করে মেকওভারে ব্যস্ত টাইগার। অন্যদিকে অল্প অল্প করে নায়িকা হয়ে উঠছেন দিশা পটানি। তবে বছর শুরুটা করলেন একেবারেই নিজেদের কায়দায়। প্রেমের উষ্ণতায় ডুব দিয়ে টাইগারের প্রেম যেন দিশা পেল সমুদ্র সৈকতে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর