উপলক্ষ ভারতের তারকা ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের জন্মদিন, তাই সোশ্যাল সাইটে ফের উত্তাপ বাড়ালেন টুইটার সেনসেশন পুনম পান্ডে। রাহুল দ্রাবিড়ের জন্মদিনে নিজের নগ্ন ছবি পোস্ট করেলন তিনি।
ইনস্টাগ্রামের এই সেনসেশন ইতিমধ্যেই ১৩ লাখ অনুরাগীর মন মাতাচ্ছেন পুনম পান্ডে। টুইটারে তাঁর অনুরাগীর সংখ্যা ৮ লাখ ৬৬ হাজার। এদিন নিজের নগ্ন ছবির ওপরে তিনি কেবল লিখেছেন 'নো ক্যাপশন', আর তার ঠিক ওপরে লিখলেন #HappyBirthdayDeavid।
২০১১ সালে ভারত বিশ্বকাপ জিতলে নগ্ন হবেন, এই বিস্ফোরক ইচ্ছা প্রকাশ করেই খবরের শিরোনামে এসছিলেন পুনম পান্ডে। এরপর অনবরত সোশ্যাল মিডিয়ায় নিজের নগ্ন ছবি পোস্ট করে উত্তাপ বাড়িয়েছেন তিনি।
২০১৩ সালে 'নেশা' ছবিতে নিজের থেকে কম বয়সী অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে শোরগোল ফেলেছিলেন পুনম। ২০১৫ সালে এই বলিউড নায়িকাকে দেখা যায় 'মালিনি অ্যান্ড কো'-নামের একটি তেলেগু ছবিতে। এছাড়াও 'আ গেয়া হিরো' ছবির আইটেম নাচেও দেখা যায় তাকে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর