অমিতাভ বচ্চন যে পরিচালক আর বাল্কির খুব প্রিয় পাত্র। কারণ আর বাল্কির ছবিতে অমিতাভ থাকবে না, তা যেন হতেই যেন পারে না।
জানুয়ারি মাসের ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে আর বাল্কির ছবি ‘প্যাডম্যান’। এই ছবির রিলিজ আগেই আর বাল্কি জানিয়ে দিলেন ‘প্যাডম্যান’ ছবিতে অক্ষয় থাকলেও, পরের ছবিতে তিনি ফের নিয়ে আসছেন অমিতাভ বচ্চনকে। আর তার সঙ্গে অবশ্যই কঙ্গনা রানাওয়াত ৷
জানা গেছে, অমিতাভ ও কঙ্গনাকে জুটি বেঁধে একেবারে অন্যরকম এক ছবি আনতে চলেছেন বাল্কি। ছবিটি অনুপ্রাণিত মাউন্টেনিয়র অরুণিমা সিনহার জীবনী থেকে। যেখানে কঙ্গনাকে দেখা যাবে প্রতিবন্ধীর চরিত্রে। আর তার মাস্টার অমিতাভ। চলতি বছরের জুলাই মাস থেকেই শুরু হবে এই ছবির শ্যুটিং।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর