কিছুদিন আগে ভারতের রাজস্থানের কুখ্যাত গ্যাংস্টার বিষ্ণোই প্রকাশ্যে সালমান খানকে হত্যা করার হুমকি দিয়েছিল। যোধপুর আদালতে কৃষ্ণসার হরিণ মামলায় আদালতে হাজির হতে গিয়েই এই গ্যাংস্টারের হুমকির মুখে পড়তে হয় সালমান খানকে।
তবে বুধবার মুম্বাইয়ে সালমান খানের নতুন ছবি রেস থ্রি'র শ্যুটিং ফ্লোরে ফের তাকে মেরে ফেলার হুমকির খবর আসে। আর সেই হুমকির খবর পেয়েই মুম্বাই পুলিশ পৌঁছায় শ্যুটিং ফ্লোরে। বন্ধ করে দেওয়া হয় শ্যুটিং।
মুম্বাই পুলিশ তৎক্ষণাৎ সালমান খানকে নিয়ে যায় নিরাপদ স্থানে। সেই সময় সালমানের সঙ্গে শ্যুটিং ফ্লোরে হাজির ছিলেন অভিনেত্রী জ্যাকলিনও। সালমানের প্রাণে মারার হুমকি নিয়ে মন্তব্য করতে গিয়ে সলমনের পিতা সলিম খান জানান, ‘সালমানের নামে প্রাণ নাশের হুমকি এসেছে। আমরা সলমনকে সুরক্ষিত রাখার জন্য সব চেষ্টাই করছি।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর