জীবনে বহুবার অবৈধ সম্পর্কে জড়িয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। তবে অন্তরঙ্গতার জন্য কখনও কারোর মন ভাঙেননি বলে জানিয়েছেন তিনি। পাশ্চাত্য কায়দায় বড় হয়েছেন তিনি, বিদেশে থাকাকালীন ‘অ্যাডাল্ট’ ছবিও প্রচুর দেখেছেন। নারীসঙ্গও পেয়েছেন তিনি প্রায় সবসময়। শারীরিক সম্পর্কেও জড়িয়েছেন একাধিকবার। কিন্তু কোনো নারীকে বিছানায় পাওয়ার জন্য কখনও ‘আই লাভ ইউ’ বলেননি।
এবেলার খবর, দৈহিক সম্পর্ককেও ভালবাসার মতই প্রয়োজনীয় বলে মনে করেন সাইফ আলী খান। তাঁর মতে, শারীরিক চাহিদা ভালবাসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অবশ্য ভালবাসা না থাকা সত্ত্বেও বহুবার সম্পর্কে জড়িয়েছেন তিনি। কিন্তু মিথ্যা অনুভূতির কথা বলে কখনও কোনো মেয়েকে ঠকাননি। সম্পর্কে যাওয়ার আগেই নাকি মেয়েদের জানিয়ে দিতেন নিজের মনের কথা। তবে ভাল না বাসলেও প্রত্যেক নারীকেই সন্মান করতেন সাইফ।
বর্তমানে কারিনা কাপুরকে বিয়ে করে সুখের ঘর সাইফের। তাই এখন তাঁর কাছে কোনো ‘প্রস্তাব’ এলে, তিনি সসম্মানে হাসিমুখে সেই নারীকে জানিয়ে দেন যে ‘সরি ম্যাম, রং নাম্বার’।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৮/মাহবুব