সেন্সর জমা পড়েছে সৈকত নাসির পরিচালিত তৃতীয় সিনেমা 'পাষাণ'। সিনেমাটি খুব শিগগির সেন্সরে প্রদর্শিত হবে বলে জানা গেছে।
'পাষাণ'-এ জুটি বেঁধে অভিনয় করেছেন মডেল ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও ওপার বাংলার চিত্রনায়ক ওম। এছাড়া বিপাশা কবিরকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
২০১৬ সালের শেষের দিকে রাজধানীর উত্তরায় সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর মংলা সমুদ্রবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে এর দৃশ্যায়ন করা হয়। এর সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ, শওকত আলী, ইমন বেলাল খান।
সম্প্রতি এটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে বলে সেন্সর বোর্ড সূত্রে জানা যায়। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় মিশা সওদাগর, শিমুল খানসহ আরও অনেকে অভিনয় করেছেন।
এর আগে 'দেশা দ্য লিডার' ও 'হিরো ৪২০' সিনেমা দুটি পরিচালনা করেন। এর মধ্যে 'দেশা দ্য লিডার' চারটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৮/আরাফাত