থিয়েটারে সাফল্যের সঙ্গে এ দুই দশক পূর্ণ করলেন কাজী দেলোয়ার হেমন্ত। তিনি ৪০টির মত বিজ্ঞাপন, একাধিক নাটক ও চলচ্চিত্রে কাজ করছেন। কিন্তু তার নিবিড় সম্পর্কটা থিয়েটারের সঙ্গেই। অবয়ব নাট্যদলে ২০ বছর ধরে নিয়মিত কাজ করছেন কাজী দেলোয়ার হেমন্ত। 'কর্ণকথা', 'বাইদানির গান', 'জলপরী', 'সে এক রাজ্য', 'ভূমধ্যসাগর', 'ফেরিওয়ালা'সহ দলের প্রায় ৩০টি প্রযোজনায় কাজ করেছেন। বেশিরভাগ নাটকেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন। একাধিক নাট্য রচনার পাশাপাশি একাধিক নাটকে নির্দেশনা দিয়েছেন। ভালো কাজের সম্মাননা হিসেবে অবয়ব শ্রেষ্ঠ নাট্যকর্মী পদকও জিতেছিলেন তিনি।
অভিনয় করেছেন 'হালকা পাগলা', 'রান আউট', 'সোহাগীর গহনা', ' চলচ্চিত্রে। মুক্তির অপেক্ষায় আছে 'ব্লাকার' ও মুক্তি্যুদ্ধের চলচিত্র 'নীলামন্থন'। আগামী ১৭ মে মুক্তি পাচ্ছে হেমন্ত অভিনীত শর্টফিল্ম 'দুই ব্যাচেলর'।
তার অভিনীত টিভি নাটক ও টেলিফ্লিম গুলোর মধ্যে উল্লেখযোগ্য 'লায়েক চান দা গ্রেট', 'ফাইভ ফিমেল ফ্রেন্ডস', 'পাগলের মেলা', 'কমেডি ডট কলোনি', 'চন্দ্রকারিগর', 'সাতকাহন', 'দুরের বাড়ি কাছের মানুষ', 'যৈবতী কইন্যা', 'তাহাদের যৌবনকাল', 'জি টিভি ব্রাইট শো', 'উরালপঙ্খি', 'সাদাকাল মন', 'সবুজ নক্ষত্র', 'সামন্তা', 'ভদ্দনক', 'হাসতে মানা' 'দুই অংশের শেষ একটাই', 'দুই অংশের শেষ এখানেই', 'পটুয়ার বউ', 'ফেক ম্যারেজ', 'গোপাল ডাক্তার', 'কোপা সামসু', 'একজন ক্রীতদাস', 'রাক্ষুসী', 'হ্যমিলিয়নের বাঁশিওয়ালা', 'মুরাদ নগর টু সিডনি', 'হপাই', 'একটি সেতুর গল্প', 'সাইলেন্ট এ্যাকশন', 'চিরকুক', 'পৃথক', 'ওপেনটি বাইস্কোপ', 'কুরুক্ষেত্র', 'তিনি বুঝতে পারলেন এটা প্রেম নয়', 'কাকারু', 'শুভবিবাহ', 'অরুন বরুন কিরন মালা' ইত্যাদি।
বিডি প্রতিদিন/১৩ মে, ২০১৮/ফারজানা