নাগরিকত্ব সংশোধনী আইনসহ বিভিন্ন প্রসঙ্গে ভারতের চলমান বিক্ষোভের বিষয়ে শুরু থেকেই নিরব ছিলেন বলিউডে তারকা দীপিকা পাড়ুকোন। তবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের হামলার ঘটনায় শিক্ষার্থীরা পাশে পেয়েছে তাকে। 'ছপাক' ছবির প্রচারণা থেকে সময় বের করে নেহরু বিশ্ববিদ্যালয়ে গিয়ে হামলার শিকার ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন তিনি। এটি নিয়ে একইসাথে প্রশংসিত ও সমালোচিতও হয়েছেন। এর মধ্যে ভাইরাল হয়েছে দীপিকার একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও।
ডিডি নিউজ-কে দেওয়া সেই সাক্ষাৎকারে দীপিকা বলেন, তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। ধারণা করা হচ্ছে, ২০১০ সালে ওই সাক্ষাৎকারটি দেন দীপিকা।
দীপিকা বলেন, আমি যদিও রাজনীতির বিশেষ কিছুই বুঝি না। তবে টিভিতে যেটুকু দেখছি তাতে আমার মনে হয়েছে রাহুল গান্ধী যা কিছুই করছেন তাতে তিনি যুব সমাজের কাছে একটা উদাহরণ। আশা করি ওনাকে একদিন প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পাব। আমার মনে হয় রাহুল গান্ধী যুব সমাজের সঙ্গে নিজেকে বেশ ভালোভাবে সংযুক্ত করতে পেরেছেন, ওনার যে চিন্তাভাবনা সেটা একদিক থেকে ট্রাডিশনের সঙ্গে যুক্ত আবার ভবিষ্যতের কথা ভেবেও উনি কাজ করেন। তো আমার মনে হয় আমাদের দেশের জন্য উনি ভীষণ গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার নেহরু বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর দেয়া সাক্ষাৎকারে দীপিকা বলেন, আমার গর্ব হচ্ছে যে আমরা ভয় পাই না। আমরা আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করছি, দেশের জন্য কথা বলছি। আমাদের দৃষ্টিভঙ্গি যেটাই হোক না কেন, আমার এটা ভেবেই ভালো লাগছে যে মানুষ রাস্তায় নামছে এবং নিজেদের বক্তব্য প্রকাশ করছে। আমার মনে হয় এটা খুব দরকার ছিল। যদি সমাজে আমরা কিছু পরিবর্তন আনতে চাই, তাহলে মুখ তো খুলতেই হবে।
ভিডিও :
বিডি প্রতিদিন/ফারজানা