বলিউড অভিনেত্রী আলিয়া ভাট দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে সহিংস হামলার বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে সোমবার আলিয়া লিখেছেন, নাগরিকদের এমন আদর্শ প্রত্যাখান করা উচিত যা বিভাজন, অত্যাচার ও সহিংসতাকে উস্কে দেয়।
আলিয়া আরও লিখেছেন, যখন প্রতিনিয়ত শিক্ষার্থী, শিক্ষক ও শান্তিপূর্ণ নাগরিকরা শারিরীক নিগ্রহের শিকার হন তখন 'সবকিছু ঠিক আছে' এমন ভাব ধরা বন্ধ করা উচিত। আমাদের সত্যিটার ওপর নজরে ফেরানো উচিত এবং স্বীকার করা উচিত আমরা নিজেরাই যুদ্ধের মধ্যে আছি। এই দেশের নাগরিক হিসেবে আমাদের মধ্যে মতাদর্শের যতই পার্থক্য থাকুক সেটা কোনো বিষয় নয়, আমাদের জটিল সমস্যাগুলোর মানবিক সমাধান বের করতে হবে।
সূত্র: হিন্দুস্থান টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা