একটি 'বিক্ষোভে' অংশ নিতে ঢাকায় আসছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। তবে, এটা রিয়েল লাইফের কোনো বিক্ষোভ নয়, নির্মাতা শামীম আহমেদ রনির ‘বিক্ষোভ’ সিনেমার শুটিংয়ে অংশ নিতেই ঢাকায় আসছেন তিনি।
সোমবার থেকে ‘বিক্ষোভ’র শেষ লটের শুটিং শুরু হয়েছে। এতে অংশ নিতে আগামীকাল শুক্রবার ঢাকায় আসছেন শ্রাবন্তী। সিনেমাটিতে তার বিপরীতে আছেন নবাগত শান্ত খান।
নিরাপদ সড়ক আন্দোলনের একটি সত্য ঘটনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে একজন স্কুল শিক্ষিকার চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। বর্তমানে রাজধানীর আফতাব নগরে সিনেমাটির দৃশ্যধারণ হচ্ছে।
শ্রাবন্তী ছাড়াও একটি আইটেম গানে সিনেমাটিতে দেখা যাবে সানি লিওনকে। এতে আরও অভিনয় করেছেন ভারতের রজতাভ দত্ত, রাহুল দেব, বাংলাদেশের অমিত হাসান, সাদেক বাচ্চু প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাহবুব