পোস্টার প্রকাশের পরপরই আলোচনায় উঠে এসেছিল ‘কাটপিস’ ছবিটি। ২০১৮ সালের সেপ্টেম্বরে ছবিটির পোস্টার প্রকাশিত হয়। প্রায় দেড় বছর পর জানা গেছে ছবির কাজ বন্ধ।
‘কাটপিস' ছবিটির পরিচালনা, চিত্রনাট্যকারের ভূমিকায় ছিলেন 'রাজনীতি' খ্যাত নির্মাতা বুলবুল বিশ্বাস। তিনি জানিয়েছেন, নানা ঝামেলায় সিনেমার কাজ আটকে গেছে। আপাতত শুটিং হচ্ছে না।
কাটপিস ছবিতে নায়িকার ভূমিকায় ছিলেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী পপি। তিনি জানান, সিনেমাটির কাজ ২০১৮ সালে কাজ শুরু হয়। কিন্তু ছবির কিছু কাজ শেষ হওয়ার পর প্রযোজক নিজেই এই সিনেমার নায়ক হতে চেয়েছেন। তাই ঝামেলা তৈরি হয়। তাই ছবিটির কাজ শেষ করার জন্য একটা ঝামেলা তৈরি হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা