‘ফানা’ ছবিতে কাজল-আমির খানের রসায়ন এখনো মনে রেখেছেন বলিউডপ্রেমীরা। আরও একবার এ হিট জুটিকে দেখা যাবে বড় পর্দায়। ছবির নাম ‘সালাম ভেঙ্কি’। আজ সোমবার ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। ‘সালাম ভেঙ্কি’ দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন কাজল। ২০২০ সালে সর্বশেষ তার ‘তানহাজি’ ছবিটি বড় পর্দায় মুক্তি পেয়েছিল। এরপর ‘দেবী’ নামে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে দেখা গেছে তাকে। গত বছর তার অভিনীত ‘ত্রিভঙ্গ’ ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পায়।
ট্রেলার জুড়ে ভেঙ্কি নামের এক অসুস্থ ছেলে ও তার মা সুজাতার সংগ্রাম দেখানো হয়েছে। মায়ের চরিত্রে অভিনয় করেছেন কাজল। ট্রেলারের একেবারে শেষ দিকে দেখা গেছে আমির খানকে। আগামী ৯ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে।
ট্রেলারের শেষ দিকে এভাবেই হাজির হয়েছেন আমির
ছবিতে ভেঙ্কি চরিত্রে অভিনয় করেছেন বিশাল জেঠুয়া। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও দেখা গেছে রাহুল বোস, রাজীব খান্ডেওয়াল, অহনা কুমরা, প্রকাশ রাজ ও প্রিয়া মনিকে।
বিডি প্রতিদিন/ফারজানা