বক্স অফিস মাতাচ্ছে হলিউডের জনপ্রিয় ‘ব্ল্যাক প্যান্থার’ ছবির সিক্যুয়েল ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’। এরইমধ্যে ছবিটি টিকেট বিক্রির মাধ্যমে আয় করেছে ৩৩০ মিলিয়ন মার্কিন ডলার, যুক্তরাষ্ট্র ও কানাডায় নভেম্বর মাসের বক্স অফিস আয়েও রেকর্ড গড়েছে ছবিটি। দেশীয় বক্স অফিসের বাইরে ছবিটি আয় করেছে আরও ১৫০ মিলিয়ন ডলার।
২০১৮ সালে মুক্তি পাওয়া মূল ‘ব্ল্যাক প্যান্থার’ ছবিতে কিং টি'চাল্লা চরিত্রে অভিনয় করেছিলেন চ্যাডউইক বোজম্যান। বিশ্বব্যাপী ছবিটি আয় করেছিল ১.৩ বিলিয়ন ডলার। আলোচিত সুপারহিরো ঘরানার ছবির গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছিলেন কৃষ্ণাঙ্গ অভিনেতারা। প্রথম সুপারহিরো ছবি হিসেবে সেরা ছবি ক্যাটাগরিতে অস্কারে মনোনয়নও পেয়েছিল ছবিটি।
সিক্যুয়েলের শুটিং শুরুর আগমুহূর্তে ২০২০ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান বোজম্যান। ফলে ছবিটি নিয়ে পুনরায় কাজ করতে হয়েছে মার্ভেল স্টুডিওকে।
বিডি প্রতিদিন/ফারজানা