পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে গত জানুয়ারি থেকে সাড়ে চার মাসে ৯১৯টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় দূষণের দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ২৫ কোটি ৬ লাখ ৯৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। দেওয়া হয়েছে কারাদণ্ড। বন্ধ করে দেওয়া হয়েছে ৬৮৭টি ইটভাটা। প্রায় ২ লাখ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। তবুও থামেনি নানামুখী দূষণ। আগের মতোই পলিথিনে চলছে বাজারঘাট। গাড়ির হর্নে অতিষ্ঠ মানুষ। তবে বৃষ্টি হওয়ায় রাজধানী ঢাকার বায়ুদূষণ কিছুটা কমেছে।
জানা গেছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে গত ২ জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত সারা দেশে ৯১৯টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন, অবৈধ ইটভাটা, বায়ুদূষণকারী স্টিল মিল, শব্দদূষণ, ঝুঁকিপূর্ণ বর্জ্য, সিসা/ব্যাটারি রিসাইক্লিং কারখানা, জলাশয় ভরাট, টায়ার পাইরোলাইসিস, চারকোল কারখানা ও খোলা জায়গায় নির্মাণসামগ্রী রেখে বায়ুদূষণ করায় ২ হাজার ১৩৬টি মামলার মাধ্যমে ২৫ কোটি ৬ লাখ ৯৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসব অভিযানে ৪৭১টি ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয় এবং কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। ২১৬টি ইটভাটাকে বন্ধ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। ১৩০টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস ও চারটি প্রতিষ্ঠানের সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একজনকে এক মাসের কারাদণ্ড ও ছয়টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আটটি ট্রাকে থাকা সিসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া গত ৩ নভেম্বর থেকে ১৫ মে পর্যন্ত ৩৯৬টি মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ৭৩৮টি প্রতিষ্ঠান থেকে মোট ৫৯ লাখ ৮৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় আনুমানিক ১ লাখ ৯৬ হাজার ৫১৫ কেজি পলিথিন জব্দ করা হয়। সাধারণ মানুষ বলছেন, বর্তমান সরকার আসার পর থেকে পরিবেশ নিয়ে অনেক উদ্যোগ দেখছি, যা আশার জন্ম দিয়েছে। তবে একটা উদ্যোগও এখনো অবধি পুরোপুরি সফল হয়নি। পলিথিন আগের মতোই আছে বাজারে। পলিথিনের বিকল্প কিছু এই ৯ মাসে বাজারে আসেনি। রাস্তায় উচ্চশব্দের হর্ন বন্ধ হয়নি। কারণ যানবাহনগুলোর হর্নের শব্দমাত্রাই বেশি। উন্মুক্তভাবে নির্মাণসামগ্রী পরিবহন বন্ধ হয়নি। স্যুয়ারেজ লাইন দিয়ে শিল্পের দূষিত বর্জ্য পড়ায় রাজধানীর আশপাশের সব খাল ও নদীর পানি এখনো কুচকুচে কালো।