পরিবারের দাবির মুখে এবার এক অন্তঃসত্ত্বা নারীর লাইফ সাপোর্ট খুলে নেওয়ার নির্দেশ দিল টেক্সাসের আদালত। সোমবার বিকেল ৫টার মধ্যেই এ নির্দেশ পালন করতে হবে হাসপাতালকে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি অন্তঃসত্ত্বা নারীর চিকিৎসা বন্ধ করে দেওয়া বেআইনি।
নভেম্বর থেকে লাইফ সাপোর্টে ফোর্ট ওয়ার্থের হাসপাতালে ভর্তি রয়েছেন ২২ সপ্তাহের অন্তঃসত্ত্বা মার্লিস মুনজ। তার গর্ভের ভ্রুণটির স্বাভাবিকভাবে জন্ম নেওয়ার কোনও আশা নেই। আর এই পরিস্থিতিতে লাইফ সাপোর্ট খুলে নেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন ওই নারীর স্বামী ও বাবা-মা। মার্লিসের পরিবারের দাবি মেনেই তার লাইফ সাপোর্ট খুলে নিতে বলেছেন আদালত। মার্লিসের পরিবারের দাবি অযথাই মার্লিসকে নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা করে চলেছে হাসপাতাল।
মস্তিস্কের মৃত্যু হলে লাইফ সাপোর্ট সরিয়ে দেওয়ার ঘটনা বিরল নয়। টেক্সাসের আইন অনুযায়ী ওই ব্যক্তিকে মৃত মনে করা হয়। তবে অন্তঃসত্ত্বার চিকিৎসা চলাকালীন তা বন্ধ করে দেওয়ার ঘটনাটি নানা প্রশ্নের জন্ম দিয়েছে।