চোখের জলের হয় না কোনও রঙ... কিংবা তোমার চোখের জলে ধরা আছে মোর প্রেম... এরকম হাজারো গান ও কবিতা রচিত হয়েছে চোখের জল নিয়ে। কান্না বা চোখের জল দিয়েই মানুষ তার আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকে। এতোদিন এ তথ্যটাই জানতো সবাই। কিন্তু আবেগের চূড়ান্ত বহিঃপ্রকাশে চোখ থেকে জল না বেরিয়ে যদি অন্য কিছু বের হয়! কিংবা চোখের জলের সঙ্গে অন্য কিছু বের হয়! হ্যাঁ, আজব দুনিয়ায় এমন ঘটনাই ঘটেছে।
ইয়েমেনের ১২ বছরের এক কিশোরী কাঁদলে চোখ থেকে জল না বেরিয়ে পাথর বের হয়।
বিজ্ঞানের ভাষায় এর কোনো কারণ থাকতেও পারে। তবে বিজ্ঞান যাই বলুক না কেন, গ্রামের মেয়ের এই চোখের পাথরকে স্থানীয় লোকেরা অশুভ শক্তি হিসেবে দেখছেন। তাদের অন্ধ বিশ্বাস এই মেয়েটা আসলে শয়তানের দূত। ডাক্তাররা এখনও এই বিষয়ে কিছুই জানাতে পারছেন না সঠিকভাবে।
এমিরেটস ২৪/৭ চ্যানেলে এই খবর দেখানোর পর গোটা বিশ্বে আলোড়ন পড়ে যায়। সেই ভিডিও আপলোড করা হয়েছে ইউটিউবে। তাতে দেখা যাচ্ছে, সেই মেয়েটি কাঁদার পর পাত্র ধরলে তাতে পাথরে ভরে যাচ্ছে। তবে তার সঙ্গে জলও বেরোচ্ছে। কিন্তু সে জল পাথরের তুলনায় সামান্য।