মাউন্ট এভারেস্টে ওঠার জন্য অনুমতি পাওয়ার খরচ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেপাল প্রশাসন। আরও বেশি সংখ্যক পর্যটকদের নেপালে আনার জন্যই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। আগামী বছর থেকে বর্তমান রেট কমিয়ে নতুন রেট কার্যকর করা হবে।
এতদিন মাউন্ট এভারেস্টে ওঠার জন্য 'লাইসেন্সিং ফি' হিসেবে মাথাপিছু ২৫ হাজার মার্কিন ডলার দিতে হতো পর্বতারোহীদের। আর কোনও পর্বতারোহী দলের সদস্য সংখ্যা দশের বেশি হলে দলকে ৭০ হাজার ডলার দিতে হতো। বর্তমান নিয়মানুযায়ী চলতি বছর থেকে পর্বতারোহীদের অনুমতির জন্য মাথাপিছু মাত্র ১১ হাজার মার্কিন ডলার দিতে হবে।
সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শেরপার দল। তাদের মতে, এখন থেকে পাহাড়ে যাওয়ার জন্য আসা অভিযাত্রীদের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে। ফলে বাড়বে তাদের আয়ও। যে পথে তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি এভারেস্টে উঠেছিলেন সেই সাউথ কল রুট ধরে এগোতে গেলেই ১১ হাজার ডলার খরচ করতে হবে। কিন্ত্ত 'অফ সিজন'-এ অন্যান্য স্বল্প পরিচিত পথ ধরে এগোতে গেলে মাথাপিছু মাত্র আড়াই হাজার ডলার খরচ করলেই চলবে।