সরকারি শাট ডাউনের জন্য মার্কিন পার্কগুলো টানা ১৬ দিন বন্ধ ছিল। আর এ কারেন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্কগুলি। পার্ক বন্ধ থাকার কারনে এসময় দর্শকরা ভিতরে প্রবেশ করতে পারেননি। যার ফলে সরকারের ক্ষতি হয়েছে ৪১৪ মিলিয়ন মার্কিন ডলার। সোমবার স্বরাষ্ট্র দফতর এক বিবৃতিতে একথা জানিয়েছেন।
মার্কিন স্বরাষ্ট্রসচিব সাললধ জেওয়েল জানিয়েছেন, সারা বছর ন্যাশনাল পার্কে অসংখ্য পর্যটক আসেন। এতে শুধু পার্কগুলির আয় হয় না, স্থানীয় অর্থনীতিও এর সঙ্গে জড়িয়ে আছে। সাম্প্রতিক ১৬ দিনের শাট ডাউনের জেরে শুধুমাত্র পার্কগুলির আয়ই কমেনি। এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় অর্থনীতি। মোট ক্ষতির পরিমাণ দাড়িয়েছে প্রায় ৪১৪ মিলিয়ন মার্কিন ডলার। শাট ডাউনের মতো ঘটনা আগামিদিনে আর হবে না বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
এতদিন টানা বন্ধের কারনে দর্শকরাও অনেক ভোগান্তির সম্মুখীন হয়েছে।পার্ক বন্ধ থাকার কারনে এতটা ক্ষতি হবে তা হয়ত মার্কিন স্বরাষ্ট্রসচিবও বুঝতে পারেনি।