আগামী ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেইসবুকের 'এফ-৮' সম্মেলন। প্রযুক্তি বিশ্বের বৃহত্তম সম্মেলনগুলোর মধ্যে ফেইসবুকের এফ-৮ সম্মেলন অন্যতম। এ সম্মেলনে অংশ নেবেন প্রায় দেড় হাজার ডেভলপার। ফেইসবুক কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট এ তথ্য জানিয়েছে।
ডেভলপারদের জন্য গুরুত্বপূর্ণ এই সম্মেলনটি তিন বছর বিরতির পর চলতি বছরে আবারও আয়োজন করতে যাচ্ছে ফেইসবুক। এর আগে সর্বশেষ ২০১১ সালে এই সম্মেলনটি আয়োজন করা হয়েছিল। সেবারের এফ-৮ সম্মেলনে টাইমলাইন ফিচারটি উন্মুক্ত করেছিল ফেসবুক।
এক দিনের এ সম্মেলনে প্রযুক্তিগত বিভিন্ন দিকে আলোকপাত করা হবে। বিশেষ করে অ্যাপ নির্মাণ সম্পর্কিত যাবতীয় বিষয়, ইনফ্রাস্ট্রাকচার তৈরির কৌশল, বিজ্ঞাপনের টিপস প্রভৃতি বিষয় অর্ন্তভুক্ত থাকবে। এছাড়া সম্মেলনে ফেইসবুকের মোবাইল অ্যাপ অ্যাড অথবা ফেইসবুকের নিজস্ব মোবাইল অ্যাড নেটওয়ার্ক নিয়ে ঘোষণা আসতে পারে বলেও শোনা যাচ্ছে।
কনফারেন্সে অংশ নিতে আগে থেকেই আবেদন করতে হবে ডেভলপারদের। রেজিস্ট্রেশনের ব্যাপারে বিস্তারিত তথ্য আগামী সপ্তাহে প্রকাশ করবে ফেইসবুক।