গরুর হাড় দিয়ে তৈরি করা হয়েছে মোটরসাইকেলটি। আর এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৫,০০০ ডলার। এই বাইকটি তৈরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রিজ মুর নামের এক ব্যক্তি যার বয়স ৬৫ বছর। ফ্লোরিডার এক সেলুন মালিকের চাহিদা অনুযায়ী তিনি মোটরসাইকেলটি বানিয়েছেন।
জানা যায়, মুর নব্বইয়ের দশকে তার সন্তানদের জন্য হাড় দিয়ে বেশ কয়েকটা ডাইনোসরের মূর্তি বানিয়েছেন। জীবনে কোনদিন মোটরসাইকেল না চালালেও মুর এ পর্যন্ত নয়টি মোটরসাইকেল বানিয়েছেন। প্রতিটি মোটরসাইকেলের জন্য হাড় যোগাড় করতে সময় লেগে যায় প্রায় এক বছর। প্রথম মোটরসাইকেলের দাম হেঁকেছিলেন এক লাখ ডলার।
রিজ মুরের তৈরি কিছু স্থাপত্য জর্জিয়ার জাদুঘরে, কেন্টাকির কিছু দোকানে ও 'রিপ্লিজ বিলিভ ইট অর নট' জাদুঘরে রাখা আছে।