সম্প্রতি জিম্বাবুয়েতে ১৬ বছর বয়সী এক তরুণীর চুলে বসতি গড়েছে পোষা কাঁঠবিড়ালি। অবশ্য আবে পুত্তেরিল নামের ওই তরুণীর চুলের ভেতর লুকিয়ে থাকা কাঁঠবিড়ালিকে নিয়ে ঘুরে-বেড়াতে বেশ স্বাচ্ছন্দ্যবোধই করে।
আবেদের বাড়ি দেশটির রাজধানী হারারের এক এলাকায়। তাদের বাড়িতে একটি বন্যপশু আশ্রয়কেন্দ্র রয়েছে। এটির দেখাশোনা করে তার বাবা গর্ডেন এবং মা ডেবে পুত্তেরিল।
কোনও এক শীতের রাতে তারা ওই আশ্রয়কেন্দ্রের মেঝেতে ক্ষুদে কাঁঠবিড়ালিটিকে খুঁজে পান। প্রাণীটি তখন শীতে কাঁপছিল। বাড়িতে এনে কাঁঠবিড়ালির নাম দেয় হামি। আবের সঙ্গে হামির বেশ সখ্য গড়ে ওঠে।
চঞ্চল কাঁঠবিড়ালি হঠাৎ একদিন আবের চুলের বিনুনী বেয়ে মাথায় উঠে যায়। এরপর থেকেই সেখানে বসবাস করছে সে। কাঠবিড়ালিটি যেন আরামে ঘুরে বেড়াতে পারে সেজন্য আবে তার চুলগুলোকে পিছনে ফিরিয়ে এনে হালকা আটকে রাখে।