ওয়ার্কা ওয়াটার টাওয়ার আবিষ্কার করেছেন আর্থ ভিটরি। এটি বিশুদ্ধ পানির সমস্যা অনেকাংশে সমাধান করবে বলে ধারণা করা হচ্ছে।
উত্তর-পূর্ব ইথিওপিয়ায় মানুষের বিশুদ্ধ পানির জন্য হাহাকার দেখে ভিটরি এই বিষয়টি নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন। অতঃপর গম্বুজাকৃতির ওয়ার্কা গাছের কার্যকলাপ দ্বারা উদ্বুদ্ধ হয়ে তিনি বানান ওয়ার্কা ওয়াটার টাওয়ার।
এটি মোটামুটি ৩০ ফুট লম্বা হয়। এর মধ্যভাগ ২৬ ফুট চওড়া এবং অগ্রভাগ সরু। এটির ওজন ৮৮ পাউন্ড। দুটি অংশ দ্বারা এর কাঠামো দাঁড় করানো হয়েছে। বাইরের আবরণটি মাঝারি মজবুত অর্থাৎ বাঁকানো যায় এমন বেত অথবা বাঁশ দ্বারা বানানো হয়। এগুলোকে একটার সাথে অন্যটিকে বেঁধে কাজটি সারা হয়। এর ভেতরের দিকে আছে প্লাস্টিকের তৈরি জাল যা ঝুলিয়ে রাখা হয় কমলালেবুর আকৃতিতে।
মূলত বাতাসের জলীয় বাষ্পকে পানিতে পরিণত করার মাধ্যমে এটি কাজ করে। ভেতরের জালে ব্যবহার করা নাইলন এবং পলিপ্রোপাইলিনের তার জলীয় বাষ্পের ঘনীভবনে কাজ করে। পানিতে পরিণত হওয়ার পর চুইয়ে তা ভূমিতে রাখা একটি পাত্রে জমা হয়। এভাবে একটি ওয়ার্কা ওয়াটার টাওয়ার দৈনিক ২৫ গ্যালন পানি সংগ্রহ করতে পারে।
একটি ওয়ার্কা ওয়াটার টাওয়ার বানাতে খরচ পড়বে ৫৫০ ডলারের মতো। চারজনের একটি দল এটি এক সপ্তাহের মধ্যেই বানাতে পারবে। এর উপকরণ গুলো মোটামুটি সবই গ্রামে পাওয়া যায়।