সম্প্রতি একটি নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন নিউইয়র্কের মিস্টার চকলেট খ্যাত প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি বানিয়েছে বিশ্বের সবচেয়ে দামী 'চকলেট এগ' নামক খাবার। ইতোমধ্যে ইউইয়র্কের ভোজনরশিকদের মধ্যে এটা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
৮০ সেন্টিমিটার উচ্চতার 'চকলেট এগ'-এর ওজন মাত্র ৫০ কিলোগ্রাম যার বেশির ভাগ মিল্ক চকলেট দিয়ে তৈরি। তবে এর অন্যান্য উপকরণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
টরেস তার ডুমবো স্টোরে এটি প্রদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, 'চকলেট এগ' তৈরি করতে সময় লেগেছে ১০ দিন।