অন্যান্য কোম্পানির তৈরি করা গাড়িতে কিছুটা পরিবর্তন এনে নয়, একেবারে নিজস্ব প্রযুক্তির চালকবিহীন গাড়ি তৈরি করতে যাচ্ছে গুগল। গুগলের এ গাড়িতে থাকবে না কোনো হুইল স্টিয়ারিং বা কোনো প্যাডেল। থাকবে শুধু স্টপ-গো বাটন। অর্থাৎ স্রেফ 'গো' বাটনে চাপ দিলে চলতে শুরু করবে অার 'স্টপ' বাটনে চাপলেই থেমে যাবে গুগলের ভবিষ্যৎ এ গাড়িটি।
গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক সম্মেলনে আজ তাদের চালকবিহীন গাড়ি তৈরির পরিকল্পনাটির কথা জানান।
গুগলের স্বচালিত প্রকল্পের পরিচালক ক্রিস উরমসন বলেন, আমরা আমাদের গাড়িটি নিয়ে খুব উত্তেজিত। এটা হচ্ছে এমন একটা কিছু যা স্বচালিত গাড়ির প্রযুক্তিকে প্রকৃতপক্ষে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং এর সীমাবদ্ধতা বুঝতে অামাদেরকে সাহায্য করবে। তবে চালকবিহীন গাড়ির কিছু কিছু খারাপ দিকও রয়েছে। এগুলো নিয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রের গবেষকরা অনুসন্ধান চালাচ্ছেন।
গুগলের চালকবিহীন গাড়ির প্রকল্পটি দেখার সুযোগ হয়েছে বিবিসির। ব্রিটিশ এ সংবাদমাধ্যমটি জানায়, গাড়িটি দেখতে অনেকটা কার্টুনের মতো। এর সামনের দিকে কোনো বনেট [সামনের দিকে যে কাভারটি ইঞ্জিনকে ঢেকে রাখে] নেই যা সাধারণত অন্যান্য গাড়িতে দেখা যায়। চাকাগুলোও একেবারে ঠিক কোণার দিকে ঠেলে দেওয়া হয়েছে। গাড়িটিতে মাত্র দুই জন যাত্রী বসতে পারবে। নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গাড়িটি শুরুর দিকে ঘণ্টায় ২৫ মাইল বেগে চলবে।আর চার্জ গ্রহণ করে চলবে এটি।
গুগলের এই গাড়িটির নকশা এমনভাবে করা হয়েছে যে, এতে স্টপ-গো বাটন ছাড়া অন্য কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে না। তবে শুরুর দিকে পরীক্ষামূলকভাবে অতিরিক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা এতে লাগানো থাকবে যাতে করে কোনো সমস্যা দেখা দিলে হস্তক্ষেপ করা যায়। সময়ের সঙ্গে সঙ্গে চালকবিহীন প্রযুক্তিতে মানুষের আত্মবিশ্বাস যখন বাড়বে তখন নিয়ন্ত্রণ ব্যবস্থা [কনট্রলস] পুরোপুরি সরিয়ে ফেলা হবে বলে ক্রিস উরমসন জানিয়েছেন।
গুগল তার ডেট্রয়েট কারখানায় প্রায় ২শ'র মতো গাড়ি তৈরির পরিকল্পনা করছে। তৈরির পর এগুলোকে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় জায়গায় চালানোর আশা করছেন কর্তৃপক্ষ।
আগামী এক বছরের মধ্যেই গুগলের এ গাড়িটি রাস্তায় নামানোর আশা প্রকাশ করেছেন ক্রিস। খবর বিবিসির