বিখ্যাত মোটরবাইক প্রস্তুতকারক কোম্পানি হার্লে ডেভিডসন এমন এক ধরনের সাইকেল তৈরি করেছে যার প্রতিটি সাইকেলের দাম পড়বে ১০ লাখ ৬০ হাজার টাকা। ফর্মুলা ১ রেসিং গাড়িতে ব্যবহৃত প্রযুক্তিতে তৈরি এই সাইকেলে রয়েছে ২২টি গিয়ার। এগুলো সর্ব্বোচ্চ ৭০ কিলোমিটার জোরে চলতে পারে। কোম্পানিটি ভারতের বাজারে দামি এই সাইকেলটির বিক্রি শুরু করতে যাচ্ছে।
এই সাইকেলগুলো ‘ট্যুর দ্য ফ্রান্স’ এ ব্যবহৃত হয়েছে। পাশাপাশি ইউরোপেও সাইকেলটির টেস্ট ড্রাইভ করা হয়েছে। তাইওয়ান থেকে নতুন এই সাইকেল ‘ট্রিনিটি অ্যাডভান্সড এস এল’ এর যন্ত্রাংশ আমদানি করা হচ্ছে। কার্বন ফাইবারে তৈরি সাইকেলের পার্টসগুলো ভারতেই অ্যাসেম্বল করা হবে। দেশের মেট্রো শহরে প্রথম ধাপে বিক্রি হবে সাইকেলগুলো। অনলাইনেও কেনা যাবে।