সস্তায় দেশীয় প্রযুক্তিতে স্যানিটারি ন্যাপকিন বানিয়ে তাল লাগিয়ে দিলেন ভারতের কোয়েম্বাটুরের ব্যবসায়ী অরুণাচলম মুরুগানাথম। টাইমস ম্যাগাজিনে সেরা ১০০’র তালিকায় বারাক ওবামা, নরেন্দ্র মোদীর পাশাপাশি জায়গা করে নিয়েছেন এই ভারতীয় ক্ষুদ্র শিল্পপতি।
মুরুগানাথমের সংস্থা ‘জয়শ্রী’ সাড়ে সাত বছরের পরিশ্রম করে এই যন্ত্রটি আবিষ্কার করেছেন। তার নয়া যন্ত্রের সাহায্যে তৈরি হওয়া স্যানিটারি ন্যাপকিন বিশ্বের ৭০টিরও বেশি উন্নয়নশীল দেশে মহিলাদের স্বাস্থ্যজনিত সচেতনতা বাড়াতে ব্যবহৃত হবে বলেই তার আশা।
মুরুগানাথম মনে করেন, উন্নয়নশীল দেশগুলিতে মহিলাদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া হয় না। তার তৈরি নয়া যন্ত্র মহিলাদের স্বাস্থ্যের হাল ফেরাতে পারবে। ইতিমধ্যেই আফ্রিকার ১৭টি দেশে তার যন্ত্রে তৈরি সস্তার স্যানিটারি ন্যাপকিন ব্যবহৃত হচ্ছে।
আইআইএমপিএএসটি ২০১৪ শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় মুরুগানাথম বলেন, আমাদের দেশে মহিলাদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটা এখনও বিলাসিতার পর্যায়ে পড়ে। নারীদের স্বাস্থ্যের উন্নতিই দেশের উন্নতির চাবিকাঠি।