ভুল করলে আমরা আমরা সাধারণত জিভ কাটি। কিন্তু ওয়াল্টার মরিসন নামে এক যুব্ক এমন ভুল করলেন যার জন্য জিভ কাটা বা আফসোস কোনোটাই হয়তো যথেষ্ট নয়। তিনি ১ লাখ ডলারের হীরা বিক্রি করে দিয়েছেন মাত্র ১২ ডলারে! খবর জি নিউজের
জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ওয়াল্টার মরিসন কাজ করতেন বিমানবন্দরের পরিচ্ছন্ন কর্মী হিসেবে। তা করতে গিয়েই নিজের ভাগ্যটা পরিস্কার করে আরো চকচকে করে নেওয়ার একটা সুযোগ পেয়েছিলেন। শেষ অবধি সেই সুযোগটা তো তিনি কাজে লাগাতে পারেলনই না, বরং উল্টো বিপদে পড়লেন।
ওয়াল্টার বিমানবন্দরে একদিন পরিস্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ তিনি একটা প্যাকেট দেখতে পান। আর তখনই একেবারে হাত সাফাই করে বসলেন। প্যাকেটটা জামায় লুকিয়ে ফেললেন।
ওয়াল্টার ভাবলেন, ওই প্যাকেটে রাখা আছে কিছু নগদ টাকা কিংবা কোনো ফাইল। এর কিছুক্ষণ পরেই তিনি প্যাকেটটা মাত্র ২০ ডলারে বেচে ড্রাগ কিনেন।
এদিকে এ ঘটনায় চুরির দায়ে ওয়াল্টারকে গ্রেফতার করলেন পুলিশ। অবশেষে আদালতের সামনে কাঁদতে কাঁদতে ওয়াল্টার বাধ্য হলেন চুরির কথা স্বীকার করতে।
বিচারক ওয়াল্টারকে বলেন, শোনো হে, তুমি শুধু চোর নয়, একজন বোকা বটে। তোমার ওই প্যাকেটের মধ্যে ছিল ১ লাখ ডলারের হীরা। বিচারকের এ কথা শুনে ওয়াল্টারের কান্না থামলেও আফসোস হয়তো কখনোই থামবে না।
বিডি-প্রতিদিন/সেপ্টেম্বর ২০১৪/শরীফ