মঙ্গলের গায়ে দু’টি রহস্যময় দাগের সন্ধান পেয়েছেন নভোচারীরা। তারা বলছেন, এটা মেঘ জাতীয় কিছু। মঙ্গলের বায়ুমণ্ডল থেকে প্রতি ১০ ঘণ্টা বাদে মেঘের মতো এক ধরনের বায়ুর আস্তরণ তৈরি হচ্ছে।
এ খবরে কপালে ভাঁজ পড়েছে বিজ্ঞানীদের। চোখের সামনে যেন নতুন কোন প্রাপ্তির সম্ভাবনা দেখছেন তারা।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) একদল বিশেষজ্ঞ জানালেন, তারা ধারণা করছেন, যদি সত্যি সত্যিই মঙ্গলপৃষ্ঠে মেঘের সন্ধান মেলে, তাহলে সেখানে পানির খোঁজও মিলবে।
গত দু’দশক ধরে মঙ্গলে পানির সন্ধান পেতে মাথা খুটে মরছেন বিজ্ঞানীরা।
নভোচারীরা রহস্যময় প্রথম আস্তরণটির দর্শন পেয়েছিলেন ২০১২ সালের ১২ মার্চ। প্রতি ১০ ঘণ্টায় ওই মেঘ স্থায়ী হয়েছিল ১১ দিন।
এরপর দ্বিতীয়টি দেখা যায় সে বছরের ০৬ এপ্রিল। সেটি ১০ দিন স্থায়ী হয়েছিল।
নভোচারীদের তথ্যমতে, মেঘের বিস্তার ছিল ২শ’ ২শ’ ৫০ কিমি.। রহস্যময় ওই আস্তরণ তৈরি হয়ে মঙ্গলের ভূপৃষ্ঠের উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল।
রহস্যময় এ দাগ বিজ্ঞানীদের অনুসন্ধানের পথকে কতটা এগিয়ে দেবে সেটা দেখতেই তাকিয়ে আছে গোটা বিশ্ব।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ