গত সপ্তাহে সাইক্লোনে আক্রান্ত হয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতু। এরপর ওই এলাকার মানুষ সমুদ্রের নোনা পানি খেয়ে বেঁচে আছে। সাইক্লোনে পুরোপুরিভাবে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশটি।
জানা গেছে, এই রাজ্যের ৬০টি দ্বীপের অধিবাসীদের সঙ্গে এখনো কোন যোগযোগ নেই। গত কদিন ধরেই ত্রাণ সংস্থাগুলো সাইক্লোনে বিপর্যস্ত ভানুয়াতুর দ্বীপগুলোতে পৌঁছানোর চেষ্টা করছে। কিন্তু বন্যায় ডুবে যাওয়া দ্বীপগুলোতে বিমান নিয়ে অবতরণ করা যাচ্ছে না।
সাইক্লোনে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে ঘরবাড়ি আর সম্পত্তির ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। সবুজ দ্বীপগুলো যেন দাবানলে পুড়ে গেছে। কোথাও সবুজের চিহ্ন মাত্র নেই।
তান্না দ্বীপে ছিল প্রায় তিরিশ হাজার মানুষের বাস। সাইক্লোনে দ্বীপটির প্রায় সব বসতবাড়িসহ ধ্বংস হয়ে গেছে ক্ষেতের ফসল।
এদিকে, ভানুয়াতুর প্রধানমন্ত্রী জো নাটুমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পুরো চিত্র পেতে আরও অনেক সময় লাগবে।
অপরদিকে,দুর্গতদের জন্য আজ বুধবার ত্রাণবাহী তিনটি সামরিক বিমান পাঠিয়েছে অস্ট্রেলিয়া।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ, ২০১৫/ রশিদা