বিশ্ব বন দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও উদযাপিত হবে এই দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ‘জলবায়ু পরিবর্তন রোধে বন’। এই উপলক্ষে পরিবেশ ও বন মন্ত্রণালয় সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসটি সামনে রেখে পরিবেশ ও বন মন্ত্রণালয় গত ১৭ মার্চ দৈনিক প্রথম আলোর সঙ্গে যৌথভাবে ‘বাংলাদেশে বন ব্যবস্থাপনা : ভবিষ্যত পরিকল্পনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এ উপলক্ষে আগামীকাল পত্রিকাটি ক্রোড়পত্র প্রকাশ করবে।
বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. শাহীন আক্তার বলেন, বন সংরক্ষণ ও পরিবেশ বিপর্যয় রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামীকাল চট্টগ্রাম ইন্সটিটিউট কার্যালয়ে এক গোলটেবিল বেঠকের আয়োজন করা হয়েছে।
প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী জানান, গত ১৮ মার্চ থেকে বন ভবনে জলবায়ু পরিবর্তন, বন উজাড় ও পরিবেশ বিপর্যয়ের ওপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ বিকেলে জুরি বোর্ড প্রদর্শনী থেকে সেরা ছবি বাছাই করবে। আগামীকাল অনুষ্ঠিতব্য আলোচনা সভা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।
উল্লেখ্য, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশসহ পৃথিবীব্যাপী বনভূমির পরিমাণ কমে আসছে। কমছে গাছগাছালির সংখ্যা। বিলুপ্ত হচ্ছে জীবজন্ত ও বন্যপ্রাণী। বিপন্ন হচ্ছে পরিবেশ। এরই প্রেক্ষিতে ১৯৯২ সালে রিও ঘোষণায় বন রক্ষার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২০১২ সালে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের এক সভায় বন ও বনভূমির নিরাপত্তা রক্ষার্থে ২১ মার্চকে আন্তর্জাতিক বন দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে প্রতি বছর সারা বিশ্বে বন দিবস পালন করা হয়।
বিডি-প্রতিদিন/ ২১ মার্চ, ২০১৫/ রোকেয়া।