এর আগে ইট পাথর দিয়ে প্রাচীর বানিয়েছিল চীন। এবার বালি দিয়ে দক্ষিণ চীন সাগরে প্রাচীর তৈরি করতে উদ্যোগী হয়েছে দেশটি। বিশ্লেষকরা অবশ্য বলছেন, এর পিছনে নাকি রয়েছে চীনের গভীর কূটনৈতিক চাল।
মার্কিন নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল হ্যারি হ্যারিস গতকাল রাতে অস্ট্রেলিয়ায় এই তথ্যটি জানিয়ে বলেন, গত একমাসে দক্ষিণ চীন সাগরের উপর চীন ৪ বর্গ কিলোমিটার বালির প্রাচীর তৈরি করে ফেলেছে। ঠিক কী করতে চলেছে তারা তা বোঝা যাচ্ছে না। দক্ষিণ চীন সাগরের অধিকার নিয়ে চীনের সঙ্গে বিরোধ রয়েছে ভিয়েতনাম, তাইওয়ান ও ফিলিপাইনের। এ বিষয়ে চীনের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ জানিয়ে মামলাও করেছে ফিলিপাইন।
তবে চীন সেইসবকিছুকে পরোয়া না করে মামলায় ভাগ নিতে অস্বীকার করে এই পদক্ষেপ করেছে বলে অভিযোগ উঠছে। অবশ্য চীনের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, দ্বীপটিকে মানুষের বসবাসের উপযোগী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল, ২০১৫/ রশিদা