জার্মানিতেই তৈরি হয়েছে এমন এক বাড়ি যা পুরোপুরি উল্টো। ভাবছেন বাড়ি উল্টো হলেও জিনিসপত্রও আর উল্টো নয়। না, আপনি ভুল ভাবছেন, বাড়ির টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র সব ওপরে! মধ্যাকর্ষণ শক্তির কারণে কোনো জিনিস উপরে রাথা সম্ভব নয়, তাহলে কিভাবে এই বাড়ি জিনিসপত্র উপরে রাখা সম্ভব হলো এই ভাবছেন তাই তো। আপনার এই ভাবনার সঠিক উত্তর পেতে আপনাকে বাড়ি ভিতরে যেতে হবে। চলুন ঘুরে দেখি আজব সেই বাড়ি।
২০০৪ সালের ৪ সেপ্টেম্বর জার্মানির মেকলেনবুর্গ ফোয়রপমার্ন রাজ্যের ট্রাসেনহাইডে-তে নির্মাণ করা হয় অদ্ভুত এক বাড়ি। জার্মান ভাষায় বাড়িটির নাম, ‘ডি ভেল্ট শ্টেট কপ্ফ’, অর্থাৎ ‘পৃথিবীটা মাথার ওপরে দাঁড়িয়ে’৷ এ বাড়ির ছাদটা নীচে, আর নীচে থাকার জিনিসগুলো সব ওপরে। এমন অদ্ভুত হওয়ার কারণে বাড়ি এখন পর্যটকদের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে।
বাড়িটির নকশা করেছেন পোল্যান্ডের দুই স্থপতি ক্লাউডিউসৎজ গোলোস এবং সেবাস্টিয়ান মিকিচিউক। কেমন করে উল্টো করে সব তৈরি বা স্থাপন করা হলো? আসলে সবই স্ক্রু আর আঠার জাদু। ঘরের আসবাবপত্র, টেলিভিশন থেকে শুরু করে সাধারণ মেঝেতে বা ছাদের নীচে থাকে এমন সব জিনিস ওপরে লাগানো হয়েছে শুধু স্ক্রু আর আঠা দিয়ে।
উল্টো বাড়ি হলেও বাড়ির একটা জিনিস অন্তত ঠিক আছে। সেটা হলো সিঁড়ি। সিঁড়িও যদি ওপরের দিকে থাকতো তাহলে দর্শনার্থীদের কী বিপদটাই না হতো! বাড়িটি নির্মাণ করতে খরচ হয়েছে ৩ লক্ষ ইউরো!
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল, ২০১৫/মাহবুব