কালার ব্লাইন্ড অর্থাৎ বর্ণান্ধ বিষয়টি নতুন কিছু নয়। সমস্যাটি কমসংখ্যক মানুষের মধ্যে হলেও রয়েছে এবং তেমন একটা মারাত্মক নয়। এই ধরণের সমস্যায় আক্রান্ত ব্যক্তি রং চিনতে পারেন না। আর কিছু কিছু মানুষ এটি বুঝতেই পারেন না যে তাদের এই সমস্যা রয়েছে। কিছু ক্ষেত্রে আলাদা করে রং চিনতে পারলেও একসাথে বেশ কিছু রংয়ের মধ্য থেকে আলাদা করে একটি রং চেনার ব্যাপারে তাদের দৃষ্টিশক্তি দুর্বল থাকে। তারা বুঝেই উঠতে পারেন না মূল রংটি আসলে কী।
বিশ্বের ৫ থেকে ১০ ভাগ পুরুষের মধ্যে এই ধরণের সমস্যায় রয়েছে। অন্যদিকে নারীদের মধ্যে এই বিষয়টি অনেক কম দেখা যায়। একজন পুরুষের তুলনায় নারীর রং সম্পর্কে ধারণা একটু বেশিই থাকে। আপনি যদি অনেকগুলো রং একত্রে রাখেন এবং নিজেই পার্থক্য করতে পারেন, তবে আপনি বর্ণান্ধ নন। এভাবে অনেকগুলো প্লেটে আলাদা করে রং রেখে ৫ সেকেন্ডে চিনে নিতে পারলে আপনি বুঝবেন আপনি কালার ব্লাইন্ড নন।
বিডি-প্রতিদিন/ ০৯ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।