ছেলেদের চেয়ে মেয়েদের মস্তিষ্ক দ্রুত পূর্ণতা পায়। এমনকি ২-৩ বছর আগেই ছেলেদের তুলনায় মেয়েদের মস্তিষ্ক পরিপূর্ণ রূপ ধারণ করে। যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণাটি পরিচালনার ক্ষেত্রে এমআরআই মেশিনের সাহায্য নেওয়া হয়। এতে একজন শিশুর শৈশব থেকে সাবালক হওয়ার মধ্যবর্তী সময়টায় তার মস্তিষ্কের পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়।
গবেষকরা জানিয়েছেন, গবেষণায় শিশুদের মস্তিষ্কের সাদা অংশ, টিস্যু এবং মস্তিষ্কের কোষ বর্ধনকারী অ্যাক্সনের দিকে বিশেষ নজর রাখা হয়। তারা জানান, জ্ঞান লাভ বা মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে মস্তিষ্কের সাদা অংশ। মস্তিষ্কের সাদা অংশ ছেলে শিশু এবং মেয়ে শিশুদের মাঝে পার্থক্য গড়ে দিতে পারে বলে গবেষণায় দেখা যায়।
গবেষণাটিতে মোট ১২৮ জনের মস্তিষ্ক স্ক্যান করা হয় যাদের প্রত্যেকের বয়স ৫ বছরের বেশি। এতে দেখা যায়, ৮ থেকে ২৮ বছরের মধ্যে শিশুদের মস্তিষ্কের পরিবর্তন হয়। মেয়েদের তুলনায় ছেলেদের মস্তিষ্ক আগে পূর্ণতা পেতে শুরু করে। সম্পূর্ণ রূপ পেতে ছেলেদের মস্তিষ্ক অনেক বেশি সময় নেয়।
গবেষকরা আরো জানান, শিশুকাল থেকে সাবালক হওয়া পর্যন্ত ছেলেদের মস্তিষ্ক বাড়তে থাকে। এর বিপরীতে মধ্য কৈশোরেই পূর্ণতা পায় মেয়েদের মস্তিষ্ক। সূত্র: দ্য সানডে টাইমস
বিডি-প্রতিদিন/ ২১ এপ্রিল ২০১৫/শরীফ