মধ্য স্লোভাকিয়ার একটি গ্রামের স্কুলে সপ্তম থেকে নবম শ্রেণির ছেলেমেয়েদের পাঠ্য হিসেবে বাধ্যতামূলকভাবে বাজপাখি পালন শিখতে হয়। মধ্য স্লোভাকিয়ার স্টিয়াভনিজসা পাহাড়ি অঞ্চলের গ্রাম৷ নাম স্টিয়াভনিজস্কে বানিয়ে৷ দেখতে ছিমছাম, নিরিবিলি কিন্তু একটু রহস্যময়৷ এখানকার স্কুলের ছেলেমেয়েদের খেলার সাথী হল বাজপাখি!
স্কুলের শিক্ষার্থী ১২ বছর বয়সী সারা জানায়, প্রথমে তার পাখিগুলোকে দেখলে ভয় করতো৷ এখন আর ভয় করে না, ঈগল পাখি দেখলেও নয়৷
এই ভিন্নধর্মী চিন্তাটি এসেছে স্কুলের প্রধান পাভেল মিশালের মাথা থেকে। তিনিই শিকারি পাখিদের স্কুলের পাঠ্যবিষয় করেছেন৷ এই বিচিত্র পন্থায় স্কুলটিকে বাঁচিয়েছেন৷
এই স্কুলে বাজপাখি পোষা সপ্তম থেকে নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলক পাঠ্য বিষয়৷ খুদে পড়ুয়াদেরও উৎসাহ কম নয়৷ পাভেল বলেন, ''ছাত্রছাত্রীরা পাখিদের দায়িত্ব নিতে শেখে, কেননা তাদের প্রতিদিন পাখিদের জন্য কাজ করতে হয়, এমনকি ছুটি থাকলেও৷ তারা সিদ্ধান্ত নিতে শেখে, ধৈর্য ধরতে শেখে– কেননা তারা জীবন্ত পশুপাখিদের নিয়ে কাজ করছে৷ এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ৷''
স্কুলের আজ নিজস্ব ৪০টি বাজপাখি আছে৷ কয়েকটি পাখির দাম পাঁচ হাজার ইউরোর বেশি৷ সবচেয়ে ছোটরা প্যাঁচাদের দেখাশুনো করে,
একটু বেশি বয়সের ছাত্রছাত্রীরা দেখে শকুনি, বাজপাখি আর শিকারি বাজদের৷
ভিডিও লিঙ্ক:https://www.youtube.com/watch?v=Hbc1Oi4yy7Y
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৫/ এস আহমেদ