কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে কেউ বর্জ্য আমদানি করে- এমন কথা কেউ শুনেছেন কখনো? না শোনাটাই স্বাভাবিক। অবাক হলেও সত্য- এ কাজটি করছে সুইডেন। প্রতিবছর আট লাখ টন বর্জ্য আমদানি করছে এ দেশটি।
হয়ত ভাবছেন যেখানে নগরজীবনে বর্জ্য পরিস্কার করার জন্য নিয়মিত অর্থ খরচ করতে, হয় সেখানে বর্জ্য আমদানির দরকার পড়ল কেন দেশটির।
মূলত, সুইডেনের বাড়িঘর থেকে রোজ যে পরিমাণ বর্জ্য জড়ো হয়, তার ৯৯ শতাংশই এখন পুনর্ব্যবহার যাচ্ছে। এ জন্য সারাদেশে ৩২টি প্লান্ট (WTE) গড়ে উঠেছে। সেখানে আবর্জনা থেকে তৈরি হচ্ছে বিদ্যুৎ। প্রতিদিন যে পরিমাণ বিদ্যুৎ তৈরি হয়, তাতে সুইডেনের ২০ শতাংশ এলাকা আলোকিত হয়। সেই বিদ্যুৎ পৌঁছে গেছে ২.৫ লাখ বাড়িতে।
এখন এমন অবস্থা হয়েছে, দেশে উৎপাদিত বর্জ্য প্রয়োজনীয় চাহিদার জোগান দিতে পারছে না। তাছাড়া জলাজমি ভরাট করতেও আবর্জনার প্রয়োজন পড়ছে। তাই প্রয়োজনের তাগিদেই ব্রিটেন, ইতালি, আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে গাড়ি গাড়ি আবর্জনা নিয়ে যাচ্ছে সুইডেন। আর কোনাে দেশে এমন সফলভাবে বর্জ্য পুনর্ব্যবহার করা হয়নি। একমাত্র আমেরিকাই দেশের ৩৪ শতাংশ বর্জ্য পুনর্ব্যবহার করতে পারে।
বিডি-প্রতিদিন/০২ মে ২০১৫/ এস আহমেদ