ভূমিকম্পে সাগরে জেগে উঠতে পারে দ্বীপ। আবার পাহাড় পরিণত হতে পারে জলাশয়ে। বই-পুস্তকে এমন কথা মাধ্যমিক পেরোনোর আগেই পড়া হয়ে যায়। এবার নেপালের ভয়াবহ ভূমিকম্পে এমনই কিছু ঘটেছে। এটা শুধু নেপালকেই ধ্বংসস্তুপে পরিণত করেনি, নিচু করে দিয়েছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের গৌরব নিয়ে দাঁড়িয়ে থাকা এভারেস্টের মাথা। ভূমিকম্পের পর স্যাটেলাইট তথ্য দেখে ভূ-বিজ্ঞানীরা মনে করছেন, বিশ্বের উচ্চতম শৃঙ্গটি অন্তত এক ইঞ্চি নীচু হয়ে গেছে। অন্যদিকে নেপালের রাজধানী কাঠমান্ডু উল্টো আরও এক মিটার উঁচু হয়ে গেছে।
ভূমিকম্পের পর হিমালয়ের ভূপ্রকৃতি ক্ষতিয়ে দেখতে গিয়ে এমন ধারণাই বদ্ধমূল ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিজ্ঞানীদের। ইউরোপের সেন্টিনেল লা স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য বলছে, ভূমিকম্পের পর মাউন্ট এভারেস্টের উচ্চতা এক ইঞ্চি কমে গেছে। হঠাত্ করে উচ্চতা কমার কারণেই বেসক্যাম্পে ভয়াবহ তুষারধ্বস নেমেছিল বলে ওই বিজ্ঞানীদের অনুমান।
মাউন্ট এভারেস্ট নীচু হলেও উঁচু হয়েছে কাঠমান্ডু। ইউরোপিয়ান স্যাটেলাইটের হিসেব বলছে, কাঠমান্ডু ও আশেপাশে একশো কুড়ি কিলোমিটার বাই পঞ্চাশ কিলোমিটার এলাকা এক মিটার উঁচু হয়ে গেছে এই ভূমিকম্পের জেরে।
বিডি-প্রতিদিন/০৩ মে ২০১৫/ এস আহমেদ