শিরোনাম
- মেসেঞ্জারে ভুল মেসেজ পাঠিয়ে ফেলেছেন? মাত্র ১৫ মিনিটে বাঁচার উপায়!
- আবারও ব্যাট-বল নিয়ে মাঠে নামছেন শোবিজ তারকারা
- চ্যাটজিপিটির পরামর্শে মামলায় জিতলেন তরুণ
- গ্রিনকার্ড থাকলেই নিশ্চিন্ত নন, যুক্তরাষ্ট্রে শুরু নতুন নজরদারি
- পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রামে ভারতীয়দের প্রবেশ নিষেধ!
- আমরা শ্রমিকবান্ধব একটি সরকার চাই : মাসুদ সাঈদী
- রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১১৩৭
- মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ!
- “রাত না কাটালে বাদ!” অঞ্জনার বিস্ফোরক স্বীকারোক্তি
- উত্তেজনা বাড়িয়ে ভারত সীমান্তে পাকিস্তানি সেনাদের পূর্ণমাত্রার সামরিক মহড়া
- ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রী আহত
- করিডর দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে : তারেক রহমান
- দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান মির্জা ফখরুলের
- ফেনীতে মে দিবসে আলোচনা সভা
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
- দিনাজপুরে র্যালি-আলোচনায় প্রাণবন্ত মে দিবস
- পাকিস্তানি সেনাদের গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট
- পলকের প্রেমে পাগল সাইফপুত্র ইব্রাহিম? স্ক্রিনিংয়ে একসঙ্গে হাজির
- ছাদে খেলাই কেড়ে নিল মাদ্রাসা শিক্ষার্থী ইমনের জীবন
যেখানে সেখানে মলত্যাগ ঠেকাতে নারী বাহিনী
অনলাইন ডেস্ক:
অনলাইন ভার্সন

মলত্যাগ অপরিহার্য একটি বিষয়। যেখানে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই সেখানে যে কোন খোলা জায়গায় মলত্যাগ করাটাই যেন স্বাভাবিক। আর এমন চিত্র ভারতে খুবই সাধারণ। সেখানকার প্রত্যন্ত অঞ্চলে নারীদেরও খোলা জায়গায় এই কাজটি সারতে হয়। এমনকি প্রয়োজনীয় স্বাস্থ্য সুবিধার অপ্রতুলতায় সেখানে অনেক বিয়েও ভেঙ্গে গেছে। অনেক সময় বিয়ের একমাত্র শর্ত হিসেবে দেওয়া হয় স্বাস্থ্যসম্মত পায়খানা।
এই অবস্থা ঠেকাতে বিহার রাজ্যে গঠিত হয়েছে নারী বাহিনী। গ্রামের এসব নারীরা লাঠি হাতে পাহারায় নেমেছেন। রাজ্যের নালন্দা জেলার ওই গ্রামে ২৭৫টি ঘর থাকলেও অধিকাংশ বাড়িতেই কোনো টয়লেট নেই। গ্রামের প্রায় সব বাসিন্দাকেই এজন্য উন্মুক্ত স্থান বেছে নিতে হয় এবং বেশিরভাগই রাস্তার ধারে মলত্যাগ করেন। মাত্র ১০ ফুট এই রাস্তার দুই ধারে মানুষের মলত্যাগের কারণে সেখানে হাঁটাচলা দুষ্কর হয়ে ওঠায় এই অভ্যাস প্রতিরোধে অভিনব উপায় বেছে নিয়েছেন গ্রামের ১৬ জন নারীর একটি দল।
এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে নানা ধরনের রোগ ছড়ানো একটি বিরাট সমস্যা হয়ে ওঠায় গ্রামের বাসিন্দা গিরিজা দেবী বিরক্ত হয়ে গত বছর অক্টোবর মাসে একা পাহারায় নামেন। কিছুদিনের মধ্যেই তার সঙ্গে যোগ দেন আরো তিনজন মহিলা। এখন ক্রমে ক্রমে তাদের লাঠি বাহিনীতে যোগ দিয়েছেন ১৬ জন। যেহেতু খুব ভোরে প্রাতঃকৃত্য সারতে গ্রামবাসী বেরিয়ে পড়েন, তাই এই মহিলা বাহিনী লম্বা লাঠি ও টর্চ হাতে রাস্তায় নামেন অন্ধকার থাকতেই। এতে গ্রামের অনেকেই তাদের ওপর ক্ষুব্ধ। রাস্তার ধারে কেউ মলত্যাগ করতে বসলে ওই নারীরা লাঠি হাতে তেড়ে যান। এদিকে গ্রামের ক্ষুব্ধ অনেকেই তাদের সঙ্গে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ভারতে ৫০ কোটিরও বেশি মানুষের বাড়িতে কোনো শৌচাগার বা টয়লেট নেই। এরা উন্মুক্ত স্থানে, রাস্তার ধারে, ঝোপেঝাড়ে বা জলাভূমির আশেপাশেই প্রাতঃকৃত্য সারেন। বিবিসি।
বিডি-প্রতিদিন/ ০৩ মে, ২০১৫/ রোকেয়া।
এই বিভাগের আরও খবর