শিরোনাম
১৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৩০

নতুন ৫টি বৃহস্পতিসদৃশ গ্রহ আবিষ্কার

অনলাইন ডেস্ক

নতুন ৫টি বৃহস্পতিসদৃশ গ্রহ আবিষ্কার

ব্রিটিশ বিজ্ঞানীরা আমাদের সৌরজগতের বৃহ্ত্তম গ্রহ বৃহস্পতির মতো দেখতে নতুন ৫টি গ্রহ আবিষ্কার করেছেন। গ্রহগুলো বৈশিষ্ট্যে অনেকটাই বৃহস্পতির মতো এবং এগুলো তাদের হোস্ট তারকার বেশ কাছাকাছি থেকে প্রদক্ষিণ করে। ফিজডটঅর্গ তাদের এক এক প্রতিবেদনে একথা জানিয়েছে। খবর পিটিআই'র
নতুন আবিস্কৃত ৫টি গ্রহের নাম দেয়া হয়েছে ডাব্লিউএএসপি-১১৯ বি, ডাব্লিউএএসপি-১২৪ বি, ডাব্লিউএএসপি-১২৬ বি, ডাব্লিউএএসপি-১২৯ বি, ডাব্লিউএএসপি-১৩৩ বি।

ব্রিটেনের কীল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা নতুন এ ৫টি গ্রহ আবিস্কার করেছেন। ওয়াইড অ্যাঙ্গেল সার্চ ফর প্ল্যানেটস-সাউথ [ডাব্লিউএএসপি-সাউথ] যন্ত্র ব্যবহার করে বিজ্ঞানীরা গ্রহগুলো আবিষ্কার করেন। এটি হচ্ছে মূলত ৮টি ক্যামেরার একটি সিস্টেম যা দিয়ে দক্ষিণাঞ্চলীয় অাকাশের বাছাইকৃত অঞ্চল পর্যবেক্ষণ করা হয়। 'আরজিভ' নামে একটি জার্নালে গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।

    
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর